Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রামদী ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

২নং রামদী ইউনিয়ন পরিষদটি কুলিয়ারচর উপজেলায় অবস্থিত

রামদী ইউনিয়ন পরিষদ  ভবনটি   বাউন্ডারির ছাড়া অবস্থিত। নতুন ২ তলা একটি ভবনের কাজ সমাপ্ত হয়েছে। গত ২৫-৬-২০১৮ মাসের মধ্যে অফিস স্থানান্তরিত করা হয়েছে।

 রামদী ইউনিয়নটির অবস্থান: 

. উত্তরে বাজিতপুর জেলার পিরিজপুর ও সরারচর ইউনিয়ন পরিষদ, পূর্বে কিশোরগঞ্জ জেলার, কুলিয়ারচর উপজেলার, উছমানপুর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে কিশোরগঞ্জ জেলার, কুলিয়ারচর উপজেলার, ছয়সূতী ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে কিশোরগঞ্জ জেলার, কুলিয়ারচর উপজেলার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। প্রশাসনিক এলাকা কুলিয়ারচর উপজেলায় ০৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। যথা-. ১. গোবরিয়া ইউনিয়ন পরিষদ; ২. রামদী ইউনিয়ন পরিষদ; ০৩. -----,০৪. উছমানপুর ইউনিয়ন;  ০৫. ছয়সূতী ইউনিয়ন পরিষদ, ০৬. সালুয়া ইউনিয়ন পরিষদএবং ০৭. ফরিদপুর ইউনিয়ন পরিষদ। জনসংখ্যা[সম্পাদনা]. ইউনিয়ন পরিষদ প্রতিষ্টার তারিখ-১৯৬২ সন। ইউনিয়ন পরিষদের আয়তন    -১১ বর্গ কি:মি:। ইউনিয়ন পরিষদের ভূমির পরিমাণ-২৭ শতাংশ। ইউনিয়ন পরিষদের মৌজার সংখ্যা -৪টি। মোট লোক সংখ্যা -৩২,৫০০ জন।পুরুষের সংখ্যা -১৬,৩৩৫ জন। নারী সংখ্যা -১৬,১৬৫ জন, মোট ভোটার সংখ্যা-২১,৩২৮ ।পুরুষ ভোটার সংখ্যা  -১০,৫০৫ ।নারী ভোটার সংখ্যা -১০,৮২৩ জন। মোট পরিবারের সংখ্যা-৬৬০৪।সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-১০টি,মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সংখ্যা  -১টি,বেসরকারী মাদ্রাসার সংখ্যা-১০টি,গ্রামের সংখ্যা-২২টি,মসজিদের সংখ্যা-৫৫টি,মক্তবের সংখ্যা-১০টি,মন্দিরের সংখ্যা         -২টি, খেলার মাঠ -১টি,পরিবার প্রতি গড় সংখ্যা  -৫জন,শিক্ষার হার -৬৫%,মোট রাস্তার সংখ্যা-৪৫টি,কাঁচা রাস্তার দৈর্ঘ্য-১৫ কি.মি,পাকা রাস্তারা দৈর্ঘ্য-১০ কি.মি, বাজার -১টি।           কমিউনিটি ক্লিনিক -৪টি,জলাময়-১টি,ডাকঘর -১টি,বিধবা ভাতা-৭৫টি,বয়স্ক ভাতা-২০৫টি,প্রতিবন্ধি ভাতা-৬৫টি, মাতৃত্ব কালীন ভাতা -২৩৫টি,ইউনিয়ন পরিষদের জনবলের সংখ্যা    -২৫জন।