Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আগরপুর জি.সি উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

ঐতিহাসিক আগরপুর জি.সি উচ্চ বিদ্যালয়টি ১৯০৭ সালে স্থাপিত হয়। এটি কিশোরগঞ্জ জেলা, কুলিয়ারচর উপজেলা, ২নং রামদী ইউনিয়নের রামদী ইউনিয়নের পাশে অবস্থিত । বিদ্যালয়টির ভূমির পরিমাণ ১০০ শতাংশ। বিদ্যালয়ের ভূমি দাতার না গোকূল চন্দ্র মোদক। গোকূল চন্দ্র থেকে জি.সি উচ্চ বিদ্যালয় নাম করণ করা হয়েছে।  বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার সংখ্যা ২৬ জন, আয়া ১জন, ২জন পিয়ন আছে। বিদ্যালয়ের বিল্ডিং সংখ্যা মোট ৩টি , ও ২চালা আছে ১ টি। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যা ১২২০ জন। বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংখ্যা ১০টি এবং শেখ রাসেল আইসিটি সেন্টার ১টি।  বিদ্যালয়ের পাশের হার ৮৮%। সুন্দর ও মনোরম পরিবেশে কোমলমতী ছাত্র/ছাত্রীরা ক্লাস করেন। স্কুলের মেনেজিং কমিটির সভাপতির পদে আছেন ইমতিয়াজ মুছা জিসান সাহেব কুলিয়ারচর পৌর চেয়ারম্যা।